¡Sorpréndeme!

পোশাকের মানে স্বস্তি দামে অস্বস্তি বসুন্ধরায় || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

আবু হেনা পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। জেন্টলপার্ক, ইনফিনিটি, লুবনান ও ফ্যাশন জোন ঘুরে কেনাকাটা করেন। তিনি বলেন, ‘পাঞ্জাবিটা পছন্দ হয়েছে। দামেও সমস্যা দেখছি না। কিন্তু ২২ শ’ টাকার নিচে ভালো জিন্স প্যান্ট পাওয়া যাচ্ছে না। আর বাচ্চার পোশাক কিনতে রীতিমতো চক্ষু ছানাবড়া অবস্থা। সাড়ে ৩ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত দাম লেখা। কেনাকাটার জন্যই এসেছি। তবে স্বস্তি পেলাম না।’....